অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়কে সামনে রেখে দলের নেতা-কর্মীদেরকে গণহারে গ্রেপ্তারের অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। গ্রেপ্তার অভিযানের ব্যাপকতা বোঝাতে তিনি বর্ষাকালের শ্রাবণ মাসের অঝর ধারার উদাহরণও টেনেছেন।
রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিবিএ কথা বলেন। তিনি জানান, গত পাঁচ দিনে ঢাকাসহ সারাদেশে মূল দল ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিজভী বলেন, ‘শ্রাবণের ধারার মতো গ্রেপ্তারের ধারা বয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে ভীতিকর পরিবেশ।’
আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। আর ৩০ জানুয়ারি চ্যারিটেল ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপন শেষে বিএনপি নেত্রীর ফেরার পথে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় তারা প্রিজন ভ্যান ও পুলিশের অ্স্ত্র ভেঙে আটক কয়েকজন নেতা-কর্মীকে ছিনিয়ে নেয়।
এরপর থেকে পুলিশও পাল্টা অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয় ৬৯ জনকে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও গ্রেপ্তার করা হয়।
রিজভীর অীভযোগ, শনিবার লা মেরিডিয়ান হোটেলে দলের নির্বাহী কমিটির বৈঠক চলাকালে ও সভা শেষে ৩৫ জনেরও বেশি নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।
বিএনপি গণহারে গ্রেপ্তারের অভিযোগ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সন্ত্রাসী ধরা হচ্ছে আর এতে পুলিশের প্রতি ভালবাসা বাড়ছে।
এর জবাবে রিজভী বলেন, ‘দেশের বরেণ্য রাজনীতিবিদ, আইনজীবী, ছাত্র, যুবক ও মহিলাসহ বিএনপি ও বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদেরকে ধরার জন্য চিরুনি অভিযান, আটক ও বাসায় বাসায় হামলার পরও ভালবাসা বাড়ছে ? গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কথা না হয় বাদই দিলাম।’
‘হায় সেলুকাস! সরকারের অঙ্গ সংগঠনের ভূমিকা পালন করেছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রতি মানুষের ভালবাসার কথা বলছেন।’
স্বাধীন দেশে বিরোধী দলের ওপর পুলিশের ‘উন্মত্ত হামলা’ মানুষকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার কথাই স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য করেন রিজভী।
৮ ফেব্রুয়ারির সিদ্ধানের জন্য জনগণ অপেক্ষা করছে জানিয়ে রিজভী বলেন, ‘এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায়বিচার হয় সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায়বিচার হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন নেতিবাচক সিদ্ধান্ত হবে না।’
‘সত্যনিষ্ঠ’, ‘দৃঢ়চেতা’ দেশ ও দশের প্রতি ‘সহমর্মী’ বেগম খালেদা জিয়াকে দেশ ও জনগণ থেকে কেউ আলাদা করতে পারবে না জানিয়ে রিজভী বলেন, ‘সব অশুভ অভিপ্রায় ব্যর্থ হয়ে যাবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















