অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের সব ধরণের মানুষের মৌলিক অধিকার রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।
তিনি বলেন, ৩২ ধারায় অপরাধ গুলো বর্তমানে প্যানেল কোর্টে অপরাধ হিসেবে চিহ্নিত আছে।এছাড়া অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটা ১৯২৬ সালে পরে যেটি ২০০৭ সালে সংশোধন করা হয়। এই আইনে নতুন কিছু সন্নেবেশিত হয়নি। এই আইন প্রকৃত পক্ষে সাংবাদিক, বুদ্ধিজীবী, গৃহিনী, সাধারন মানুষ অর্থাৎ সবার সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। আর এই আইনটি এখনো চুড়ান্ত হয়নি।
বুধবার (৩১জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির ৭ধারা বাতিল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপি ৭ধারা বাতিল করে অফিসিয়াল ভাবে অপরাধের স্বীকৃতি দিয়েছে। সাত ধারা বাতিল করে তারা প্রমাণ করেছে সন্ত্রাসী, জঙ্গী, দূর্নীতি বাজদের দলে পরিণত হয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বেগম জিয়ার রায় নিয়ে বিএনপি দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটির নমুনা আমরা দেখতে পেয়েছি। গতকাল পুলিশের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী কায়দায়। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেছে। আমরা আমাদের নেতাকর্মীদের আহবান জানাচ্ছি যারা জনগনের শান্তি নষ্ট করতে চাইবে তাদের প্রতিহত করার জন্য।
আকাশ নিউজ ডেস্ক 



















