অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
এবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রুশ হস্তক্ষেপের শঙ্কা করছে গোয়েন্দা সংস্থা সিআইএ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ শঙ্কা প্রকাশ করেছেন খোদ সিআইএ প্রধান মাইক পম্পেও।
পম্পেও দাবি করছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে তৎপরতা চালাচ্ছে রুশ হ্যাকাররা। এ ব্যাপারে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সিআইএ এমনটাও দাবি করেন তিনি।
মাইক পম্পেও বলেন, প্রতিদিনই মার্কিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মস্কোর এসব কর্মকাণ্ড সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়। তবে হ্যাকারদের ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও দাবি করেন পম্পেও।
সিআইএর এমন সতর্কবার্তা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আকাশ নিউজ ডেস্ক 

























