অাকাশ জাতীয় ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২৩ ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার জ্যেষ্ঠ সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩৮তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মাঝখানের ৩০ দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে ২৩ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মাদ জহিরুল হক।
আকাশ নিউজ ডেস্ক 










