অাকাশ জাতীয় ডেস্ক:
পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ জুয়েল (২৩)। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত জুয়েলের মামা ইমন আলী বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসলামবাগ কমিউনিটি সেন্টারের পাশে চুনারঘাট এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা জুয়েলকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে। এতে তার ডান হাতের কজি¦সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে অতিরিক্ত রক্তক্ষরণেই জুয়েলের মৃত্যু হয়েছে।
মৃত মোজাম্মদ জুয়েল পূর্ব ইসলামবাগের ৩৮/২১/এ নম্বর বাড়ির মজিবুর রহমানের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























