ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

ডিএনসিসি উপ-নির্বাচনে বিএনপির ম‌নোনয়ন ফরম বিতরণ রোববার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আগামীকাল রোববার দলের মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। ওই দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম পাওয়া যাবে।

আজ শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী প্রার্থীদের পাঁচ হাজার টাকা জমা দিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। আজ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে), গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া।

বৈঠক প্রসঙ্গে চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান দৈনিক আকাশকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারণসহ নির্বাচনের অন্যান্য বিষয় নিয়ে বৈঠক হচ্ছে। বৈঠকের সিদ্ধান্ত আজ রাতে জানানো হবে না। পরে জানানো হবে। তবে বৈঠকে কাল রোববার দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীদের কালকের মধ্যে ফরম সংগ্রহ করতে হবে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনজন। তাঁরা হলেন ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টুর ছেলে ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য শাকিল ওয়াহিদ।

এই তিনজনের মধ্যে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হওয়া তাবিথ আউয়ালের নাম বেশি আলোচিত হচ্ছে। তবে, এখনও চূড়ান্ত হয়নি মেয়র পদে কে বিএনপির প্রার্থী হবেন। আজ রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া প্রার্থী ঠিক করবেন। পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার কথা বিএনপির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

ডিএনসিসি উপ-নির্বাচনে বিএনপির ম‌নোনয়ন ফরম বিতরণ রোববার

আপডেট সময় ১১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আগামীকাল রোববার দলের মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। ওই দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম পাওয়া যাবে।

আজ শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী প্রার্থীদের পাঁচ হাজার টাকা জমা দিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। আজ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে), গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া।

বৈঠক প্রসঙ্গে চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান দৈনিক আকাশকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারণসহ নির্বাচনের অন্যান্য বিষয় নিয়ে বৈঠক হচ্ছে। বৈঠকের সিদ্ধান্ত আজ রাতে জানানো হবে না। পরে জানানো হবে। তবে বৈঠকে কাল রোববার দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীদের কালকের মধ্যে ফরম সংগ্রহ করতে হবে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনজন। তাঁরা হলেন ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টুর ছেলে ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য শাকিল ওয়াহিদ।

এই তিনজনের মধ্যে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হওয়া তাবিথ আউয়ালের নাম বেশি আলোচিত হচ্ছে। তবে, এখনও চূড়ান্ত হয়নি মেয়র পদে কে বিএনপির প্রার্থী হবেন। আজ রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া প্রার্থী ঠিক করবেন। পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার কথা বিএনপির।