অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুরে ডিবিএল কারখানার সামনে গাড়িচাপায় শফিকুল ইসলাম নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল নেত্রকোনার পূর্বধলা থানার হাটবারেঙ্গা গ্রামের আমিনুল হকের ছেলে। সে নয়নপুর বাজার এলাকার সাদেক হোসেনের মালিকানাধীন সাব্বির স্টোরে কর্মরত ছিল।
দোকানের মালিক সাদেক হোসেন জানান, সকালে সাইকেলযোগে শফিকুল দোকানে যাচ্ছিলেন। মহাসড়কের ডিবিএল কারখানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মরদেহ লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























