অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধির ক্ষেত্রে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ইংরেজী নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান। রওশন এরশাদ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি প্রত্যাশা করেন নতুন বছর সবার জীবনে সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সাথে সম্ভাবনারদ্বার উন্মোচন করে দেশের জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হবে ২০১৮।
আকাশ নিউজ ডেস্ক 





















