অাকাশ জাতীয় ডেস্ক:
‘পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। তাদের থেকে অস্ত্র নিয়ে মুক্তিবাহিনী যুদ্ধ শুরু করেন। স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক সৈনিক দেশের জন্য শহীদ হয়েছেন। বিজয়ের পরবর্তীতে দেশের সরকারী বিভিন্ন দপ্তরের নিরাপত্তা, জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের প্রতিটি নির্বাচনে তারা প্রত্যক্ষ ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের জন্য বিভিন্ন কর্মকান্ড হাতে নিয়েছেন।’ শনিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান ও আখি মজুমদারের যৌথ উপস্থাপনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্চ পরিচালক নির্মলেন্দু বিশ্বাস, জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য, সার্কেল অ্যাডজুটেন্ড কর্মকর্তা (অসারপ্রাপ্ত) আব্দুল মান্নান, উপজেলা পরিষদের (দায়িত্বপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, অবসারপ্রাপ্ত আনসার বিডিপি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার লায়ন মাওলানা মো. ইউসুফ, ইউ.আই নুর মো. হোসাইন পিন্টু, শহীদুল ইসলাম দুলদুল প্রমুখ। অনুষ্ঠানে কাজের স্বীকৃতিস্বরূপ চারজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ২টি বাই সাইকেল ও ২টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।
গনপূর্তমন্ত্রী এ সময় আরো বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নিজস্ব অফিস নির্মাণ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাংকে সরকারী বরাদ্ধ বাড়িয়ে স্বল্প সুদে কর্মকর্তাদের ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 










