ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: আদিলুর রহমান খান ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ

ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিতে ৬৩ শিক্ষার্থীর অস্বীকৃতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সীমা বহু আগেই ছাড়িয়েছে ইসরাইল। পাখির মতো মানুষকে গুলি করে মারতে সে দেশের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত কাপে না।

এই বর্বরতার প্রতিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের ৬৩ কিশোর। ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান, শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এবং দেশটির সেনাবাহিনীর প্রধান গ্যারি ইজেনকোটকে লেখা এক চিঠিতে সেনাবাহিনীতে যোগদানের অস্বীকৃতি জানায় টুয়েলভথ ক্লাসে অধ্যয়নরত ওই কিশোররা। চিঠিতে তারা জানায়, শান্তি রক্ষায় তাদের যে প্রতিজ্ঞা, সেটি পালনেই এ সিদ্ধান্ত।

তাদের মতে, ইসরাইলি সেনারা বর্ণবাদী সরকারের অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একই ভূমিতে বসবাস করেও ইসরাইলিরা আইনের সুবিধা নিচ্ছেন আর ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছেন।

ওই শিক্ষার্থীরা ইসরাইলের নিরাপত্তা দেয়াল নিয়েও বিদ্রূপ করেছেন। তারা বলছেন, ফিলিস্তিনি ভূমিতে অবৈধ দখল বাস্তবায়নের পাশাপাশি সেখানে দেয়াল দিয়ে ছিটমহলের মতো অবস্থা করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

সম্প্রতি জেরুজালেমে ইসরাইলি রাজধানী স্থাপনের পাঁয়তারা এবং তা ঘিরে ফিলিস্তিনিদের ইন্তিফাদা আন্দোলনে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত বেশ কয়েক ফিলিস্তিনি সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহস্রাধিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিতে ৬৩ শিক্ষার্থীর অস্বীকৃতি

আপডেট সময় ০৩:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সীমা বহু আগেই ছাড়িয়েছে ইসরাইল। পাখির মতো মানুষকে গুলি করে মারতে সে দেশের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত কাপে না।

এই বর্বরতার প্রতিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের ৬৩ কিশোর। ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান, শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এবং দেশটির সেনাবাহিনীর প্রধান গ্যারি ইজেনকোটকে লেখা এক চিঠিতে সেনাবাহিনীতে যোগদানের অস্বীকৃতি জানায় টুয়েলভথ ক্লাসে অধ্যয়নরত ওই কিশোররা। চিঠিতে তারা জানায়, শান্তি রক্ষায় তাদের যে প্রতিজ্ঞা, সেটি পালনেই এ সিদ্ধান্ত।

তাদের মতে, ইসরাইলি সেনারা বর্ণবাদী সরকারের অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একই ভূমিতে বসবাস করেও ইসরাইলিরা আইনের সুবিধা নিচ্ছেন আর ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছেন।

ওই শিক্ষার্থীরা ইসরাইলের নিরাপত্তা দেয়াল নিয়েও বিদ্রূপ করেছেন। তারা বলছেন, ফিলিস্তিনি ভূমিতে অবৈধ দখল বাস্তবায়নের পাশাপাশি সেখানে দেয়াল দিয়ে ছিটমহলের মতো অবস্থা করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

সম্প্রতি জেরুজালেমে ইসরাইলি রাজধানী স্থাপনের পাঁয়তারা এবং তা ঘিরে ফিলিস্তিনিদের ইন্তিফাদা আন্দোলনে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত বেশ কয়েক ফিলিস্তিনি সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহস্রাধিক।