অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে এ পর্যন্ত ৩৫ জন নিহত ও আরো ৪২ জন আহতের খবর পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
নাজিব দানিশ নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একটি বাসকে লক্ষ্য করে ওই গাড়িবোমা হামলা চালানো হয়। বাসটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। ডেপুটি গভর্নমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোহাকিকের বাড়ির কাছে চালানো এই ঘটনায় ৪২ জন গুরুতর আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগান সরকারের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আকাশ নিউজ ডেস্ক 




















