অাকাশ জাতীয় ডেস্ক:
খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ‘মুফতি আমিনী রহ. ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। ইসলামের দুর্দিনে কখন কোন পদক্ষেপ নিতে হয়, তা তিনি ভালো করে বুঝতে পারতেন। প্রখর বুদ্ধিমত্তা ও ঈমানদীপ্ত অভিজ্ঞতার ফলেই তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে সফল হয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে তিনি পরোয়া করতেন না। ইসলামবিরোধী শক্তি সবসময় তার ভয়ে থরথর করে কাঁপতো। ইসলামপ্রিয় জনতা সব সময়ই তার অভাব অনুভব করবে। তিনি আজীবন জনতার হৃদয়ে বেঁচে থাকবেন তার কর্মগুণের মাধ্যমে।’
বুধবার বিকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের উদ্যোগে ‘আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হাসানাত আমিনী বলেন, ‘ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ মুফতি আমিনী রহ. এর রেখে যাওয়া আমানত। এই আমানতকে আমাদের সংরক্ষণ করতে হবে। তার নীতি ও আদর্শকে অনুসরণ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করতে হবে।’
হাসনাত বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প মুসলমানদের প্রথম কেবলা, প্রাণের স্পন্দন জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেকে দিয়েছেন। জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবেও যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। যুক্তরাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্যে শান্তি চায় না। অবৈধ দখলদার ইসরাইলকে টিকিয়ে রেখে তারা মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে চায়। তাদের এই একপেশে নীতির কারণে ফিলিস্তিনিরা নিজ দেশে কোণঠাসা। অবৈধ দখলদার ইসরাইল প্রতিনিয়ত হত্যা করে চলেছে নিরীহ ফিলিস্তিনিদের।’
খেলাফতে ইসলামীর আমির বলেন, ‘অবিলম্বে ট্রাম্পের এই ভুল সিদ্ধান্ত পরিহার করতে হবে। অন্যথায় বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহকে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হবে।’
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মু. আবুল হাসিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ,মাওলানা অাহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মীর মোঃ হেদায়েতুল্লাহ গাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সিনিয়র সহসভাপতি আবু জাফর সালেহ,যাকারিয়া মাহমুদ, মির্জা ইয়াসিন আরাফাত, নিয়ামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, জামিল মাসরুর, ইলিয়াস আহমদ, ইরফান পাঠান, ইসহাক মামুন প্রমুখ।
মুফতী আমিনী রহ.-এর রুহের মাগফিরাত কামনায় মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আকাশ নিউজ ডেস্ক 



















