অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি ও জামাত মিলে যখন সরকার গঠন করেছিল তখন তারা মুক্তিযোদ্ধাদের যে তালিকা তৈরী করেছিল তা বর্তমান সরকার যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের রেখে ভুয়াদের তালিকা থেকে বাদ দেয়া হবে। মূলত বিএনপি ও জামাত জোটের ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া ও যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল কিন্তু তালিকায় তাদের নাম নেই সে জন্যই যাছাই-বাছাই প্রক্রিয়া করতে হচ্ছে এবং ইতিপূর্বে যারা তালিকা ভুক্ত হতে পারেনি তাদেরকে তালিকা ভুক্ত করা হবে।
মাদারীপুর আচমত আলী খান স্টোডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেবো। আর এই কারনে সেটা করতে হলে স্বচ্ছতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে তাদের সার্টিফিকেট দিতে হবে। কিছু জায়গা থেকে কিছু অভিযোগ উঠেছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধার। এজন্য যারা সত্যিকারে মুক্তিযোদ্ধা তারাই যেন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তরর্ভুক্ত হতে পারে। সেই জন্য আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কাজ করে যাচ্ছি।
আকাশ নিউজ ডেস্ক 



















