অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এই অভিযানে এ সংক্রান্তে ২ হাজার ৪১১টি মামলা দায়ের করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ ইউসুফ আলী জানান, শুক্রবার দিনভর পরিচালিত এই ট্রাফিক অভিযানে ২৫টি গাড়ি ডাম্পিং ও ২৪৩টি গাড়ি রেকার করা হয়।
তিনি জানান, দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 

























