অাকাশ জাতীয় ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগাম নির্বাচন সরকারের এখতিয়ার। সরকার চাইলে আগাম নির্বাচন হবে না, না চাইলে হবে না। রোববার বিকেলে গাজীপুরের অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি আবারো ভুল করবে।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি (২০১৪ সালের) নির্বাচন না করে তারা ভুল করেছে। আমরা আশা করি বিএনপি এই ভুল আর করবে না। তাদের কোন দাবি-ধাওয়া মেনে নেয়া হবেনা। তারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা যে চিন্তা ভাবনা করছে, তত্ত্বাবধায়ক সরকার ও সহায়ক সরকার আনবে; এটা কোন দিনও বাস্তবায়ন হবে না।
তিনি আরও বলেন, আগাম নির্বাচন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। পৃথিবীর সব দেশে আগাম নির্বাচনের ব্যবস্থা রয়েছে। আমাদের সংবিধানেও আছে। যদি সরকার মনে করে হতে পারে, সরকার মনে না করলে ২০১৯ সালের ২৯ জানুয়ারি আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















