অাকাশ জাতীয় ডেস্ক:
আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আসছে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসছে নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সহায়ক সরকার বলতে কিছু নেই, হবে না কোনোদিন। তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন এই বাংলাদেশে আলোর মুখ দেখবে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে, ক্ষমতাসীন দলের অধীনে।
তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সহায়তা দেব। নির্বাচন কমিশন সঠিকভাবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন করবে। সেই নির্বাচনে যদি বিএনপি না আসে, তবে দলটি অস্তিত্ব সংকটে পড়বে।
আকাশ নিউজ ডেস্ক 



















