ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত বেড়ে ২৩৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরে আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। এ ছাড়া আরো আন্তত ১৩০ জন মুসল্লি আহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল রাওদা মসজিদে এ হামলা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। এর আগে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, জনাকীর্ণ ওই মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের গুলি ও বোমা হামলায় কমপক্ষে ১৮৪ জন নিহত হয়। আহত হয় আরও ১২৫ মুসল্লি।

বিবিসির খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এ সময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৩৫ জন নিহত হয়। আহত হয় আরও ১৩০ জন মুসল্লি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মসজিদের চারপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যারা ওই মসজিদে নামাজ পড়ছিলেন। এই প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিশরের সরকারি নিরাপত্তা বাহিনী যুদ্ধ করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত বেড়ে ২৩৫

আপডেট সময় ১০:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরে আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। এ ছাড়া আরো আন্তত ১৩০ জন মুসল্লি আহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল রাওদা মসজিদে এ হামলা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। এর আগে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, জনাকীর্ণ ওই মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের গুলি ও বোমা হামলায় কমপক্ষে ১৮৪ জন নিহত হয়। আহত হয় আরও ১২৫ মুসল্লি।

বিবিসির খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এ সময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৩৫ জন নিহত হয়। আহত হয় আরও ১৩০ জন মুসল্লি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মসজিদের চারপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যারা ওই মসজিদে নামাজ পড়ছিলেন। এই প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিশরের সরকারি নিরাপত্তা বাহিনী যুদ্ধ করে আসছে।