আকাশ বিনোদন ডেস্ক:
‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র শুটিং সেটে আবারো আহত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। মঙ্গলবার জোধপুরের মেহরগড়ে শুটিং চলাকালীন পায়ে চোট পান এই অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ে চোট রয়েছে।
জানা গেছে, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ৪০ ফুট উঁচু একটি পাঁচিল থেকে লাফ দিচ্ছেন, এমন একটি সিকোয়েন্স-এর শুট চলছিল। সেই দৃশ্য শুট করার সময় ঘটে বিপত্তি। সে সময় কঙ্গনার পিঠে একটি বাচ্চা বাঁধা ছিল। তার যাতে কোনও চোট না লাগে সে দিকে খেয়াল রাখতে গিয়েই নিজের ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন কঙ্গনা। অত উঁচু পাঁচিল থেকে লাফিয়ে ঠিক ভাবে নামতে পারেননি অভিনেত্রী।

গত জুলাইয়ে এই ছবিরই শুটিং চলাকালীন আহত হয়েছিলেন কঙ্গনা। ছবির একটি অ্যাকশন দৃশ্য চলাকালীন চোখের উপরে তরবারির আঘাত পান তিনি। খবর এনডিটিভি
আকাশ নিউজ ডেস্ক 























