অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মৌচাক এলাকায় দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক। রোববার ভোরে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাহবুবুল হক ঢাকা পশ্চিম জোনে কর্মরত।
জানা গেছে, ভোরে শাহজাহানপুরের গুলবাগের বাসায় রিকশায় করে ফিরছিলেন মাহবুবুল। মৌচাক এলাকায় ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। ডিবি কর্মকর্তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।
পরে ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে ডিবি কর্মকর্তার ডান হাতের আঙুল কেটে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার এক সহকর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
আকাশ নিউজ ডেস্ক 
























