ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আইএস মুক্ত ইরাক, নিয়ন্ত্রনে সরকারি বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে শনিবার ইসলামিক স্টেট (আইএস) এর দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া’র নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এর ফলে ইরাকের আর কোথাও আইএস’র নিয়ন্ত্রণ নেই। ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অভিযান চালানো এই নামটি এখন কেবলি ইতিহাস।

হামজা মাহমুদ (১৩) বিগত তিন বছর ধরে তার কৈশোরিক সময়টিতে সিরিয়া সীমান্তজুড়ে মরু অঞ্চলে আইএস জিহাদিদের কঠোর ও নির্মম শাসন প্রত্যক্ষ করেছে। আইএস জিহাদিরা ২০১৪ সালে ইউফ্রেতিস নদীর তীরে অবস্থিত হামজার শহরটি দখল করে নেয়। এরপর সে একদিনের জন্যও স্কুলে যেতে পারেনি।

হামজা বার্তা সংস্থা এএফপি’কে বলেছে, ‘আইএস এর শাসনের সময় পুরুষদের লম্বা দাঁড়ি রাখতে হতো। তা না করলে তাদেরকে বিশটি বেত্রাঘাত মারা হতো।’ জিহাদিদের শাসন আমলে রাওয়া ও এর আশপাশের ২০ হাজার বাসিন্দাকে আইএসের নিষ্ঠুর শাসন প্রত্যক্ষ করতে হয়েছে।

আরেফ আদি (৬৭) বলেন, ‘তিন বছর ধরে তারা আমাদের বিদ্যুৎ, টেলিফোন ব্যবহার ও টেলিভিশন দেখতে দেয়নি।’ শুক্রবার রাওয়া ইরাকের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলে তারা মুক্তির আনন্দে উল্লাস প্রকাশ করে। তবে এখনোও আইএস-এর হুমকি রয়ে গেছে।

শহরের মেয়র হুসেন আলী বলেন, আইএস জিহাদিরা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ছত্রছায়ায় অভিযান চালানো ইরাকী বাহিনীর সঙ্গে লড়াই না করে শহর ছেড়ে পালিয়ে গেছে।
সুন্নী গোষ্ঠী শাসিত রাওয়া দীর্ঘদিন ধরে ইরাকে জিহাদিদের ঘাঁটি ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইএস মুক্ত ইরাক, নিয়ন্ত্রনে সরকারি বাহিনী

আপডেট সময় ০২:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে শনিবার ইসলামিক স্টেট (আইএস) এর দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া’র নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এর ফলে ইরাকের আর কোথাও আইএস’র নিয়ন্ত্রণ নেই। ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অভিযান চালানো এই নামটি এখন কেবলি ইতিহাস।

হামজা মাহমুদ (১৩) বিগত তিন বছর ধরে তার কৈশোরিক সময়টিতে সিরিয়া সীমান্তজুড়ে মরু অঞ্চলে আইএস জিহাদিদের কঠোর ও নির্মম শাসন প্রত্যক্ষ করেছে। আইএস জিহাদিরা ২০১৪ সালে ইউফ্রেতিস নদীর তীরে অবস্থিত হামজার শহরটি দখল করে নেয়। এরপর সে একদিনের জন্যও স্কুলে যেতে পারেনি।

হামজা বার্তা সংস্থা এএফপি’কে বলেছে, ‘আইএস এর শাসনের সময় পুরুষদের লম্বা দাঁড়ি রাখতে হতো। তা না করলে তাদেরকে বিশটি বেত্রাঘাত মারা হতো।’ জিহাদিদের শাসন আমলে রাওয়া ও এর আশপাশের ২০ হাজার বাসিন্দাকে আইএসের নিষ্ঠুর শাসন প্রত্যক্ষ করতে হয়েছে।

আরেফ আদি (৬৭) বলেন, ‘তিন বছর ধরে তারা আমাদের বিদ্যুৎ, টেলিফোন ব্যবহার ও টেলিভিশন দেখতে দেয়নি।’ শুক্রবার রাওয়া ইরাকের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলে তারা মুক্তির আনন্দে উল্লাস প্রকাশ করে। তবে এখনোও আইএস-এর হুমকি রয়ে গেছে।

শহরের মেয়র হুসেন আলী বলেন, আইএস জিহাদিরা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ছত্রছায়ায় অভিযান চালানো ইরাকী বাহিনীর সঙ্গে লড়াই না করে শহর ছেড়ে পালিয়ে গেছে।
সুন্নী গোষ্ঠী শাসিত রাওয়া দীর্ঘদিন ধরে ইরাকে জিহাদিদের ঘাঁটি ছিল।