অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন মারা গেছে ও আট জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এ ঘটনা ঘটে।
প্রতিবেদনটিতে আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কিছু বলা হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বিস্তারতি কিছুই জানানো হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যচ্ছে।
তবে এতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। অগ্নিকাণ্ডের প্রায় তিন ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























