অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ফাউন্ডেশনের ৩ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভূমি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দিকেই এগুচ্ছেন।
মন্ত্রী আটঘরিয়া উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, উপজেলার সকল সংযোগ সড়ক কাজ এ সরকার অব্যাহত রেখেছে। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে উল্লেখ করে বলেন, সমস্ত দুর্গম এলাকায় পুলিশ এখন পৌঁছে যাচ্ছে। আইনের শাসন সব জায়গায় বিদ্যমান।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেয়ায় তিনি ইউনেস্কোকে ধন্যবাদ জানান।
আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী রবিউল আউয়াল, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আ. গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সেলিম, মুক্তিযুদ্ধকালীন কোম্পানীর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 



















