অাকাশ জাতীয় ডেস্ক:
সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত না করে আবারো প্রহসনের নির্বাচনে যেতে চায় সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ৫৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিরক্ষা বাহিনীকে যদি আইনশৃঙ্খলা বাহিনীতে রূপান্তর করা না হয় তাহলে সেই নির্বাচনের দিকে সুস্থ মস্তিষ্কে যাওয়াটা বিপদজনক হবে। আর এই কারণেই তারা আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনীকে বাইরে রেখেছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। এজন্য বর্তমান সরকার সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে রেখে নির্বাচন দিতে চায়। আজ যারা ক্ষমতা দখল করে আছে তারাই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সংসদ বহাল রেখে নির্বাচন দিয়েছে।
জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, ড্যাবের মহাসচিব ড. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।
আকাশ নিউজ ডেস্ক 



















