অাকাশ জাতীয় ডেস্ক:
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার ৫ দিনের সরকারী সফরে রোববার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষা সচিব ইসমাইল দেমির, সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকার ও বিমান বাহিনী প্রধান হাসানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।
এছাড়াও তিনি তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























