ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ফের জেমস বন্ড গার্ল মনিকা বেলুচ্চি!

আকাশ বিনোদন ডেস্ক:

ইয়ান ফ্লেমিংয়ের ব্রিটিশ গোয়েন্দাদের কাহিনী নিয়ে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র জেমস বন্ড। সিরিজটির পরবর্তী সিক্যুয়েলে জেমস বন্ড চরিত্রে ফিরছেন ড্যানিয়েল ক্রেইগ।

আর শোনা যাচ্ছে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিও ফিরছেন বন্ড গার্ল হিসেবে!

জেমস বন্ড সিরিজের ‘স্পেকটার’ ছবিতে অভিনয়ের পর ক্রেইগ নিজেই বন্ড গার্ল হিসেবে মনিকা বেলুচ্চিকে চান, এমন গুজবই শোনা যাচ্ছে।

বেলুচ্চির মুখপাত্র সম্প্রতি ভ্যারাইটিকে জানিয়েছেন, মনিকা আসলেই বন্ডের ২৫তম ছবিতে অভিনয় করছেন, এ গুজবের সত্যতা নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি। বন্ডের পরবর্তী ছবি ২০১৯ সালে মুক্তি পাবে।

ড্যানিয়েল ক্রেইগ এর আগে জানিয়েছিলেন, এরপর আর কোনো বন্ড ছবিতে তিনি অভিনয় করবেন না। কিন্তু এ বছরের আগস্টে তিনি সিদ্ধান্ত পাল্টান। তিনি ঘোষণা দেন, পঞ্চমবারের মতো জেমস বন্ড হিসেবে অভিনয় করতে রাজি আছেন। রজার মুরের পর তিনিই দ্বিতীয় বন্ড অভিনেতা, যিনি এতবার জেমস বন্ড হিসেবে দর্শকদের সামনে এসেছেন।

সম্প্রতি রোমে ভিরনা লিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা এ গুজব সম্পর্কে জানতে চাইলে মনিকা উত্তর দেন, ‘আমি কিছুই বলতে পারছি না। ’

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ২০১৫ সালে মুক্তি পাওয়া স্পেকটার ছবিতে মনিকা একমাত্র বয়স্ক বন্ডগার্ল হিসেবে অভিনয় করেন।

তখন তার বয়স ছিল ৫১ বছর। মূল চরিত্র জেমস বন্ড ওরফে ক্রেইগ থেকে মাত্র চার বছরের বড়। কিন্তু বন্ড গার্ল তকমাটা তার পছন্দ ছিল না।

তিনি গার্ডিয়ানকে বলেন, ‘আমি নিজেকে বন্ড গার্ল বলতে পারব না। কারণ এর জন্য আমার বয়স যথেষ্ট বেশি। তার চেয়ে বরং আমি নিজেকে বন্ড লেডি বা বন্ড উইম্যান বলতে চাই। ’

মনিকা অস্ট্রেলিয়ান সায়েন্স ফিকশন হরর ছবি নেক্রোম্যান্সারে অভিনয় করছেন। নেতিবাচক চরিত্রে এবারই প্রথম তিনি অভিনয় করছেন, এমনটাই জানালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডের শতবর্ষের ইতিহাস ওলটপালট করে অস্কারে সিনার্সের ১৬ মনোনয়ন

ফের জেমস বন্ড গার্ল মনিকা বেলুচ্চি!

আপডেট সময় ১০:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

ইয়ান ফ্লেমিংয়ের ব্রিটিশ গোয়েন্দাদের কাহিনী নিয়ে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র জেমস বন্ড। সিরিজটির পরবর্তী সিক্যুয়েলে জেমস বন্ড চরিত্রে ফিরছেন ড্যানিয়েল ক্রেইগ।

আর শোনা যাচ্ছে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিও ফিরছেন বন্ড গার্ল হিসেবে!

জেমস বন্ড সিরিজের ‘স্পেকটার’ ছবিতে অভিনয়ের পর ক্রেইগ নিজেই বন্ড গার্ল হিসেবে মনিকা বেলুচ্চিকে চান, এমন গুজবই শোনা যাচ্ছে।

বেলুচ্চির মুখপাত্র সম্প্রতি ভ্যারাইটিকে জানিয়েছেন, মনিকা আসলেই বন্ডের ২৫তম ছবিতে অভিনয় করছেন, এ গুজবের সত্যতা নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি। বন্ডের পরবর্তী ছবি ২০১৯ সালে মুক্তি পাবে।

ড্যানিয়েল ক্রেইগ এর আগে জানিয়েছিলেন, এরপর আর কোনো বন্ড ছবিতে তিনি অভিনয় করবেন না। কিন্তু এ বছরের আগস্টে তিনি সিদ্ধান্ত পাল্টান। তিনি ঘোষণা দেন, পঞ্চমবারের মতো জেমস বন্ড হিসেবে অভিনয় করতে রাজি আছেন। রজার মুরের পর তিনিই দ্বিতীয় বন্ড অভিনেতা, যিনি এতবার জেমস বন্ড হিসেবে দর্শকদের সামনে এসেছেন।

সম্প্রতি রোমে ভিরনা লিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা এ গুজব সম্পর্কে জানতে চাইলে মনিকা উত্তর দেন, ‘আমি কিছুই বলতে পারছি না। ’

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ২০১৫ সালে মুক্তি পাওয়া স্পেকটার ছবিতে মনিকা একমাত্র বয়স্ক বন্ডগার্ল হিসেবে অভিনয় করেন।

তখন তার বয়স ছিল ৫১ বছর। মূল চরিত্র জেমস বন্ড ওরফে ক্রেইগ থেকে মাত্র চার বছরের বড়। কিন্তু বন্ড গার্ল তকমাটা তার পছন্দ ছিল না।

তিনি গার্ডিয়ানকে বলেন, ‘আমি নিজেকে বন্ড গার্ল বলতে পারব না। কারণ এর জন্য আমার বয়স যথেষ্ট বেশি। তার চেয়ে বরং আমি নিজেকে বন্ড লেডি বা বন্ড উইম্যান বলতে চাই। ’

মনিকা অস্ট্রেলিয়ান সায়েন্স ফিকশন হরর ছবি নেক্রোম্যান্সারে অভিনয় করছেন। নেতিবাচক চরিত্রে এবারই প্রথম তিনি অভিনয় করছেন, এমনটাই জানালেন।