অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসভবনে গেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে শনিবার দুপুরে জনপ্রশাসনমন্ত্রী আশরাফের মিন্টো রোডের সরকারি বাসভবনে যান ওবায়দুল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দ আশরাফ স্যারের স্ত্রীর জন্য দোয়া মাহফিলের দিন সকাল ১১টার দিকে স্যার বাসায় গিয়েছিলেন। মূলত সমবেদনা জানাতেই গিয়েছিলেন। কিছুক্ষণ ওনারা দু’জন বসে কথা বলেছেন।
সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন বলেন, ওবায়দুল কাদের স্যার সমবেদনা জানাতে এসেছিলেন। আশরাফ ভাই এর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তখন ওবায়দুল কাদের সাহেব আশরাফ ভাইকে বলেন, ‘আপনি দুইবারের সফল সাধারণ সম্পাদক, আপনার সহযোগিতা চাই, যোগ করেন তোফাজ্জল হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 























