অাকাশ জাতীয় ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর হার এক অঙ্কের কোঠায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তিনি শুক্র মচাঁদপুরে একটি আশ্রয়কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশের উত্তরাঞ্চল ও হাওড় এলাকায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মান করা হবে জানিয়ে তিনি বলেন, নতুন আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী অবকাঠামো মিলে নির্ধারিত সময়ে আশ্রয়কেন্দ্রের লক্ষমাত্রা অর্জিত হবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এ বছরের উপকূলীয় ঘূর্ণিঝড় মোরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হলেও সরকারের ব্যাপক পূর্বপ্রস্তুতির কারনে জানমালের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় সাড়ে ছয় লাখ লোককে একদিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে আনতে হয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ৩২টি জেলায় সংগঠিত বন্যায় উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্রের চাহিদার তুলনায় অপ্রতুল মনে হলেও কেউই আশ্রয়হীনভাবে খোলা আকাশের নিচে ছিলনা।
আকাশ নিউজ ডেস্ক 



















