ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম

একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না: মওদুদ

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার দেশে একদলীয়ভাবে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। এটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’

আজ শুক্রবার দুপুরে ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবি জসীমউদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সেরা ৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও অর্থ প্রদান করা হয়। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ছিল একটি কলঙ্কের দিন। সেই দিন দেশের মানুষ ভোটারবিহীন একটি নির্বাচন দেখেছে। যেখানে ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি বলব, এটা একটি অনির্বাচিত সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, সরকার চাইছে দলীয় পদ্ধতিতে একটি নির্বাচন করতে। আর এ নির্বাচনে বিরোধী দল বলে কোনো দল থাক, এটা তারা চায় না। সরকারদলীয় লোকজন দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন মওদুদ।

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মওদুদ আহমদ বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা জড়িত। এর ফলে দেশ ধীরে ধীরে মেধাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই অন্যায়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে মওদুদ আহমদ পল্লীকবি জসীমউদদীন এবং তাঁর দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবরে ফুল দিয়ে মোনাজাত করেন।

দুপুরে তিনি কবির বাড়ির আঙিনায় মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন। বিকেলে কবির বাড়ির সামনে আসিফ-আমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনও করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহস্যময়ী ফেসবুক পোস্টে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী?

একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না: মওদুদ

আপডেট সময় ১১:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার দেশে একদলীয়ভাবে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। এটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’

আজ শুক্রবার দুপুরে ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবি জসীমউদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সেরা ৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও অর্থ প্রদান করা হয়। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ছিল একটি কলঙ্কের দিন। সেই দিন দেশের মানুষ ভোটারবিহীন একটি নির্বাচন দেখেছে। যেখানে ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি বলব, এটা একটি অনির্বাচিত সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, সরকার চাইছে দলীয় পদ্ধতিতে একটি নির্বাচন করতে। আর এ নির্বাচনে বিরোধী দল বলে কোনো দল থাক, এটা তারা চায় না। সরকারদলীয় লোকজন দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন মওদুদ।

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মওদুদ আহমদ বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা জড়িত। এর ফলে দেশ ধীরে ধীরে মেধাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই অন্যায়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে মওদুদ আহমদ পল্লীকবি জসীমউদদীন এবং তাঁর দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবরে ফুল দিয়ে মোনাজাত করেন।

দুপুরে তিনি কবির বাড়ির আঙিনায় মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন। বিকেলে কবির বাড়ির সামনে আসিফ-আমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনও করবেন তিনি।