ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাহরা মিতুর ‘হরর নাইট’

আকাশ বিনোদন ডেস্ক:

এখন চলছে ওয়েব সিরিজ নির্মাণের ব্যাপক তোড়জোড়। যা অনলাইনে মুক্তি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

কারণ ব্যাপ্তি ছোট হলে তা দেখার দর্শক বেশী থাকে, সাড়াও পাওয়া যায় ব্যাপক। ফলে এই দৈর্ঘ্যের নাটকগুলো জনপ্রিয়তাও পাচ্ছে এখন। তাই দর্শক আগ্রহ বাড়াতে এবার তৈরি হলো ভৌতিক গল্পনির্ভর ওয়েব সিরিজ ‘হরর নাইট’।

সম্প্রতি হাইফাইভ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির প্রোমো প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন লাভেলো মিস ওয়াল্ডের প্রথম রানারআপ পদবীধারী জাহরা মিতু। এছাড়াও রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সৌভিক, জাকি আহমেদ, ইসরাত, মৌসাম, তাফসিন ও আয়াত। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকি আহমেদ, অমিতাভ আহমেদ রানা ও তাফসিন অংকন।

হাই ফাইভ এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ২৬ অক্টোবর থেকে দেশের প্রথম এই হরর ওয়েব সিরিজ মুক্তি পায় একই চ্যানেলে। তিনটি সিরিজের মধ্যে জাহরা মিতু অভিনীত ‘আনইনভাইটেড ডি’ সিরিজটি ৯ নভেম্বর প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহরা মিতুর ‘হরর নাইট’

আপডেট সময় ০৮:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

এখন চলছে ওয়েব সিরিজ নির্মাণের ব্যাপক তোড়জোড়। যা অনলাইনে মুক্তি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

কারণ ব্যাপ্তি ছোট হলে তা দেখার দর্শক বেশী থাকে, সাড়াও পাওয়া যায় ব্যাপক। ফলে এই দৈর্ঘ্যের নাটকগুলো জনপ্রিয়তাও পাচ্ছে এখন। তাই দর্শক আগ্রহ বাড়াতে এবার তৈরি হলো ভৌতিক গল্পনির্ভর ওয়েব সিরিজ ‘হরর নাইট’।

সম্প্রতি হাইফাইভ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির প্রোমো প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন লাভেলো মিস ওয়াল্ডের প্রথম রানারআপ পদবীধারী জাহরা মিতু। এছাড়াও রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সৌভিক, জাকি আহমেদ, ইসরাত, মৌসাম, তাফসিন ও আয়াত। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকি আহমেদ, অমিতাভ আহমেদ রানা ও তাফসিন অংকন।

হাই ফাইভ এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ২৬ অক্টোবর থেকে দেশের প্রথম এই হরর ওয়েব সিরিজ মুক্তি পায় একই চ্যানেলে। তিনটি সিরিজের মধ্যে জাহরা মিতু অভিনীত ‘আনইনভাইটেড ডি’ সিরিজটি ৯ নভেম্বর প্রচার হবে।