অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের এক সহকারী প্রশাসক দুর্নীতি দমন কমিশনের ফাঁদে ধরা পড়েছেন। মো. মোতাহার হোসেন খান নামে ঢাকায় নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, “রোববার দুপুরে রমনার নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোতাহার হোসেন খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।”
দুদক কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের ১ অগাস্ট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদের শূন্য দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়।
সম্প্রতি ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন, তার কাছ থেকে সহকারী প্রশাসক মোতাহার হোসেন কাজটি করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন।
প্রনব বলেন, “ঘুষের ৫০ হাজার টাকা হস্তান্তরের দিন রোববার দুদক দলের সদস্যরা সকাল থেকেইে ওয়াকফ কার্যালয়ের চারিদিকে ওঁৎ পেতে ছিলেন। “দুপুর সোয়া ১২টার দিকে নিজ দপ্তরে বসে যখন মোতাহার হোসেন খান ঘুষ গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদক দলের সদসরা তাকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে।”
এই ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















