ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে সড়ক উন্নয়নে প্রায় ৮শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

উত্তরাঞ্চলে সুষ্ঠু গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ গতকাল বলেন, ‘প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ‘পিছিয়ে পড়া উপজেলাগুলোতে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক ৭ বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি বলেন,‘আমরা গত জুন পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ৫৩টি অনগ্রসর উপজেলায় ৩৬৫টি প্রকল্প বাস্তবায়ন করেছি।’ তিনি আরো বলেন, সড়ক সংযোগ উন্নয়নে এসব উপজেলায় ১০৬০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি ১০৫.৭০ কিলোমিটারেরও বেশি উপজেলা সড়ক, ৩২৩ কিলোমিটার ইউনিয়ন সড়ক ও ৫০২.৭৪ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের জীবন ও জীবনযাত্রার মান উন্নয়নে সড়ক যোগাযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ব্যবহার করে আমরা আমাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সুযোগ পেয়েছি।’

গ্রামীণ পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় ইতোমধ্যে পরিবহন ব্যয় হ্রাস, বাজার-ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে সুবিধা হয়েছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলে সড়ক উন্নয়নে প্রায় ৮শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

আপডেট সময় ১২:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

উত্তরাঞ্চলে সুষ্ঠু গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ গতকাল বলেন, ‘প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ‘পিছিয়ে পড়া উপজেলাগুলোতে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক ৭ বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি বলেন,‘আমরা গত জুন পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ৫৩টি অনগ্রসর উপজেলায় ৩৬৫টি প্রকল্প বাস্তবায়ন করেছি।’ তিনি আরো বলেন, সড়ক সংযোগ উন্নয়নে এসব উপজেলায় ১০৬০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি ১০৫.৭০ কিলোমিটারেরও বেশি উপজেলা সড়ক, ৩২৩ কিলোমিটার ইউনিয়ন সড়ক ও ৫০২.৭৪ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের জীবন ও জীবনযাত্রার মান উন্নয়নে সড়ক যোগাযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ব্যবহার করে আমরা আমাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সুযোগ পেয়েছি।’

গ্রামীণ পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় ইতোমধ্যে পরিবহন ব্যয় হ্রাস, বাজার-ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে সুবিধা হয়েছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান রহমান।