ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পৃথিবী সৃষ্টির ইতিহাস বদলে যেতে পারে

অাকাশ আইসিটি ডেস্ক:

নক্ষত্রের চারদিকে ঘোরে গ্রহ। আর এই নিয়মে আবর্তিত হচ্ছে সৌরজগৎ। কিন্তু সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে এক দৈত্যাকৃতি গ্রহে। বিজ্ঞানীরা যার নাম রেখেছেন এনজিটিএস-১বি। আয়তনে বৃহস্পতির সমান। আর এই গ্রহ প্রদক্ষিণ করছে ছোট্ট একটি তারাকে। যার ওজন সূর্যের অর্ধেক।

কীভাবে এই ক্ষুদ্র একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে বিশালাকৃতি গ্রহটি তা বুঝে উঠতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে দৈত্যাকৃতি গ্রহের এই কর্মকাণ্ড গুলিয়ে দিয়েছে যাবতীয় মহাজাগতিক সূত্রকে। শুধু প্রদক্ষিণই নয় এই নক্ষত্রের থেকে যে দূরত্ব রয়েছে তার কক্ষপথ তাও অঙ্কের বাইরে।

এনডিটিএস-১বি খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করছে ছোট্ট ওই তারাটিকে। দুটির মধ্যে দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের মাত্র ৩ শতাংশ। ২৮ দিনের মধ্যেই এই তারা প্রদক্ষিণ পূর্ণ করছে গ্রহটি।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবী সৃষ্টির ইতিহাস বদলে যেতে পারে

আপডেট সময় ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

নক্ষত্রের চারদিকে ঘোরে গ্রহ। আর এই নিয়মে আবর্তিত হচ্ছে সৌরজগৎ। কিন্তু সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে এক দৈত্যাকৃতি গ্রহে। বিজ্ঞানীরা যার নাম রেখেছেন এনজিটিএস-১বি। আয়তনে বৃহস্পতির সমান। আর এই গ্রহ প্রদক্ষিণ করছে ছোট্ট একটি তারাকে। যার ওজন সূর্যের অর্ধেক।

কীভাবে এই ক্ষুদ্র একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে বিশালাকৃতি গ্রহটি তা বুঝে উঠতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে দৈত্যাকৃতি গ্রহের এই কর্মকাণ্ড গুলিয়ে দিয়েছে যাবতীয় মহাজাগতিক সূত্রকে। শুধু প্রদক্ষিণই নয় এই নক্ষত্রের থেকে যে দূরত্ব রয়েছে তার কক্ষপথ তাও অঙ্কের বাইরে।

এনডিটিএস-১বি খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করছে ছোট্ট ওই তারাটিকে। দুটির মধ্যে দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের মাত্র ৩ শতাংশ। ২৮ দিনের মধ্যেই এই তারা প্রদক্ষিণ পূর্ণ করছে গ্রহটি।