অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির ছাদ থেকে জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নুসরাতের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের ওই বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, জামিল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি বাড়িতে জবাই করা হয় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯)।
আকাশ নিউজ ডেস্ক 
























