অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চারদিনের এক সফরে মঙ্গলবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পৌঁছেছেন। মিলিশিয়াদের মধ্যে সহিংসতার প্রেক্ষাপটে দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি এ সফরে যান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ভারি বৃষ্টির মধ্যেও বংগি বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত হাজার হজার লোক রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। সফরের প্রথম দিন গুতেরেস দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, ‘শান্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই। শান্তি বজায় রাখতে কাজ করার চেয়ে মহৎ আর কিছু নেই। এমনকি এ কাজের অর্থ হচ্ছে জীবন উৎসর্গ করা।’
‘আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য প্রত্যক্ষ করেছি যে মধ্য আফ্রিকায় শান্তি স্থাপনকালে বিভিন্ন সময় অনেক সৈন্য নিহত হয়েছেন।’ পরে প্রেসিডেন্ট ফস্টিন-অরচেঞ্জ তোয়াদেরার সঙ্গে এক আনুষ্ঠানিক অভ্যর্ত্থনায় গুতেরেস বলেন, এ দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সহযোগিতা করা প্রয়োজন।
চারদিনের এ সফরে জাতিসংঘ মহাসচিব সবচেয়ে বেশী সহিংসতাপূর্ণ দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বাঙ্গাসু শহর পরিদর্শন করবেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা যৌন হয়রানির শিকার এমন নারীর সঙ্গে সাক্ষাত করবেন বলেও আশা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 






















