অাকাশ জাতীয় ডেস্ক:
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার থেকে ৯ দিনের জন্য উন্মুক্ত হচ্ছে ইলিশ ধরা। এই ৯ দিন ইলিশ আহরণ-ক্রয়-বিক্রয় ও পরিবহনে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। অবশ্য এরপর আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে টানা ৮ মাস জাটকা (৯ ইঞ্চির কম সাইজের ইলিশ) নিধন ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা। ফলে সোমবার থেকে ৯ দিন মুখরিত থাকবে ইলিশ মোকামগুলো।
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার মূল্যায়ন বিষয়ে জানতে চাইলে চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আনিসুর রহমান জানান, গত কয়েক বছরের তুুলনায় এ বছর অনেক বেশি মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে প্রবেশ করেছে। উত্তরবঙ্গের যেসব নদীতে আগে কখনও ইলিশ দেখা যায়নি, এ বছর নিষেধাজ্ঞাকালীন সেসব নদীতেও মা ইলিশের অস্তিত্ব মিলেছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ইলিশ আহরণ-ক্রয়-বিক্রয়-মজুদ ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা রোববার রাত ১২টায় শেষ হবে। গত ১ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর মোকামগুলোতে স্থবিরতা বিরাজ করছিল। নদ-নদীতে চোরাগোপ্তা ইলিশ ধরা হলেও ওই ইলিশ প্রকাশ্যে বিক্রি হয়নি। ইলিশ ধরায় বিরত থাকা জেলেরা তাদের জাল ও নৌকা মেরামত করে দিন কাটিয়েছেন।
রোববার রাত ১২টা থেকে জেলেরা আবার ইলিশ আহরণ শুরু করবেন। সোমবার প্রত্যুষ থেকে দেশের দক্ষিণাঞ্চলের ইলিশ মোকামগুলোতে ফিরবে প্রাণচাঞ্চল্য।
অন্যান্য বছর দেখা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে মোকামগুলোতে শত শত মণ ইলিশের আমদানি হয়েছে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আহরণ করা ইলিশ বিভিন্ন কৌশলে মজুদ করে রাখেন জেলে ও অসাধু আড়তদাররা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ইলিশ পৌঁছে যায় মোকামে। ওই বছরগুলোর মতো এবারও তেমনটা হলে সোমবার সকাল ১০টার মধ্যে বরিশাল নগরীর পোর্ট রোড, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর আলীপুর-মহিপুর মোকামে ইলিশের দেখা মিলবে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা হয়েছে এমন অভিযোগ মানতে নারাজ মৎস্য কর্মকর্তারা।
গত ২২ দিনের কার্যক্রম মনিটর করতে বরিশাল বিভাগে দায়িত্ব পালন করেছেন মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক ড. কেএম আমিনুল হক। তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর নিষেধাজ্ঞা অধিক কার্যকর হয়েছে। ২২ দিনের মধ্যে পূর্ণিমা ও অমাবস্যা হওয়ায় ৮০ ভাগ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে। ডিম ছাড়ার পর মা ইলিশ ঝাঁকে ঝাঁকে সাগরে ফিরে যাওয়ার পথে জেলেদের জালে ধরা পড়ে। তিনি যুক্তি দিয়ে আরও বলেন, নিষেধাজ্ঞা শেষের পর প্রথমদিন মোকামে আমদানি হওয়া বেশিরভাগ ইলিশের পেটে ডিম পাওয়া যায় না।
চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আনিসুর রহমান জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার পর ইলিশ যেন বড় হতে পারে তার জন্য ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হবে ১ নভেম্বর। ওই সময় জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম) ধরা যাবে না। ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
আকাশ নিউজ ডেস্ক 

























