অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ও সরকারি মহিলা কলেজের আয়োজনে পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হয়।
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ; শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সরকারি এমএম কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার, শিক্ষক পরিষদের সম্পাদক এ আইএম শরীফ হোসেন, যুগ্ম-সম্পাদক আরএম জাকারিয়া প্রমুখ।
আলোচনা সভার আগে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন প্রফেসর সুধীররঞ্জন নাথ, প্রফেসর আজমল হায়দার খান, সহযোগী অধ্যাপক আ খ ম ড. রেজাউল করীম, শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক শাহাজান কবীর, প্রভাষক বিষ্ণপদসহ সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুল হক খান, প্রফেসর হোসনে আরা খাতুন, ইকবাল আনোয়ার, মোফাজ্জেল হোসেন প্রমুখ। আলোচনার আগে অধ্যক্ষের নেতৃত্বে ক্যাম্পাস চত্ত্বরে শোভাযাত্রা বের হয়। আলোচনা সভার পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























