ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

‘জীবনের প্রথম সেক্স মোটেই সুখকর নয় বরং যন্ত্রনার’

অাকাশ নিউজ ডেস্ক:

সেক্স৷ সুখী দাম্পত্য জীবনের জন্য সেক্স মাস্ট৷ কিন্তু এই বিষয়টি নিয়ে আজও চলে লুকোচুরি৷ কেউই সহজে বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না৷ কিন্তু যুগ পাল্টাচ্ছে৷ যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে মানসিকতাও৷ প্রকাশ্যেই বিষয়টি নিয়ে চলছে নানান মজাদার আলোচনা৷ সম্প্রতি বেশ কিছু সেলেব্রিটি তাদের প্রথম সেক্সের অভিজ্ঞতা খুল্লামখুল্লা আলোচনা করেছেন৷

১) রব এবং কেট৷ এই জুটিকে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন চেনেন৷ দু’বছরের দাম্পত্য জীবনে তারা আজ ভীষণ খুশি৷ তার বেশিরভাগ কারণটাই হল সেক্স লাইফ৷ তারা আজ বিশাল খুশি৷ বলাই বাহুল্য, হ্যাপিলি ম্যারেড৷ বিয়ের পর তিনমাস পর তারা যৌনসঙ্গমে লিপ্ত হন৷ কেট ধীরেসুস্থে সেক্স করারই পক্ষপাতী৷ তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ধীরে ধীরে কোনও কাজ করলে তার ফল ভালো হয়৷ পাশাপাশি রব স্বীকার করে নিয়েছেন প্রথম প্রথম সেক্স করাটা খুবই কষ্টদায়ক৷ কিন্তু তাকে কেট কোনওদিনই জোর করেন নি কিছিু করতে৷ তবে, দুজনেই জানিয়েছেন জীবনে প্রথমবার সেক্সের অনুভূতিটাই আলাদা৷

২) রবিন এবং দাভে৷ ১৪বছরের বিবাহিত জীবন৷ যৌনসঙ্গমে লিপ্ত হয়েছিলেন বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে৷ তবে, রবিনের প্রথম স্বামী দাভে ছিলেন না৷ আর দাভে বয়সে ছোট হওয়ায় প্রথম ধাপে তিনি ভেবেছিলেন দাভে তাকে খুশি করতে পারবেন না৷ কিন্তু রবিন অকপটে স্বীকার করে নিয়েছিলেন দাভের সঙ্গের সেক্স লাইফ তার জীবনের বেস্ট এক্সপেরিয়েন্স৷ পাশাপাশি রবিনও এমনটাই জানিয়েছেন৷ এছাড়াও দাভে বলেন, তার স্ত্রী সবথেকে বেস্ট৷ সে জামাকাপড় পড়েই হোক কিংবা ন্যুড অবস্থাতেই হোক৷ তবে, শুধু সেক্স লাইফই নয়৷ একে অপরের উপর বিশ্বাসটাও কিন্তু তাদের অগাধ৷

৩) ক্রিস এবং আম্বের৷ চার বছরের বিবাহিত জীবন৷ তবে, প্রথম ডেটেই তারা দুজনেই দুজনের গভীর প্রেমে পড়ে গিয়েছিলেন৷ আর সেই দিনই তারা মিলিত হয়েছিলেন গভীর প্রেমের বন্ধনে৷ ক্রিস এবং আম্বেরের দুজনেরই এক কমন ফ্রেন্ডের একটি জন্মদিন পার্টিতে দুজনের সঙ্গে মিলিত হয়েছিলেন৷ দুজনের মানসিকতাও এই বিষয়ে একেবারেই এক৷ তারা বলেন, এই বিষয়টি নিয়ে একেবারেই অপেক্ষা তাদের না পসন্দ৷ প্রথম দেখাতেই তারা বুঝে গিয়েছিলেন এটিই তাদের সত্যিকারের ভালোবাসা৷ এরপর তারা তিনদিন ডেট করেই সারাজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন৷

৪) ট্রেভা এবং রবি৷ মাত্র একবছরের বিবাহিত জীবন৷ বিয়ের আগে একাধিকবার ডেট করেন তারা৷ একে অপরকে চিনে নেওয়ার জন্য৷ অষ্টম ডেটে কেউ আর কাউকে আটকে রাখতে পারেন নি৷ মাত্র দু’মাসের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পরেন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

‘জীবনের প্রথম সেক্স মোটেই সুখকর নয় বরং যন্ত্রনার’

আপডেট সময় ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

সেক্স৷ সুখী দাম্পত্য জীবনের জন্য সেক্স মাস্ট৷ কিন্তু এই বিষয়টি নিয়ে আজও চলে লুকোচুরি৷ কেউই সহজে বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না৷ কিন্তু যুগ পাল্টাচ্ছে৷ যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে মানসিকতাও৷ প্রকাশ্যেই বিষয়টি নিয়ে চলছে নানান মজাদার আলোচনা৷ সম্প্রতি বেশ কিছু সেলেব্রিটি তাদের প্রথম সেক্সের অভিজ্ঞতা খুল্লামখুল্লা আলোচনা করেছেন৷

১) রব এবং কেট৷ এই জুটিকে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন চেনেন৷ দু’বছরের দাম্পত্য জীবনে তারা আজ ভীষণ খুশি৷ তার বেশিরভাগ কারণটাই হল সেক্স লাইফ৷ তারা আজ বিশাল খুশি৷ বলাই বাহুল্য, হ্যাপিলি ম্যারেড৷ বিয়ের পর তিনমাস পর তারা যৌনসঙ্গমে লিপ্ত হন৷ কেট ধীরেসুস্থে সেক্স করারই পক্ষপাতী৷ তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ধীরে ধীরে কোনও কাজ করলে তার ফল ভালো হয়৷ পাশাপাশি রব স্বীকার করে নিয়েছেন প্রথম প্রথম সেক্স করাটা খুবই কষ্টদায়ক৷ কিন্তু তাকে কেট কোনওদিনই জোর করেন নি কিছিু করতে৷ তবে, দুজনেই জানিয়েছেন জীবনে প্রথমবার সেক্সের অনুভূতিটাই আলাদা৷

২) রবিন এবং দাভে৷ ১৪বছরের বিবাহিত জীবন৷ যৌনসঙ্গমে লিপ্ত হয়েছিলেন বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে৷ তবে, রবিনের প্রথম স্বামী দাভে ছিলেন না৷ আর দাভে বয়সে ছোট হওয়ায় প্রথম ধাপে তিনি ভেবেছিলেন দাভে তাকে খুশি করতে পারবেন না৷ কিন্তু রবিন অকপটে স্বীকার করে নিয়েছিলেন দাভের সঙ্গের সেক্স লাইফ তার জীবনের বেস্ট এক্সপেরিয়েন্স৷ পাশাপাশি রবিনও এমনটাই জানিয়েছেন৷ এছাড়াও দাভে বলেন, তার স্ত্রী সবথেকে বেস্ট৷ সে জামাকাপড় পড়েই হোক কিংবা ন্যুড অবস্থাতেই হোক৷ তবে, শুধু সেক্স লাইফই নয়৷ একে অপরের উপর বিশ্বাসটাও কিন্তু তাদের অগাধ৷

৩) ক্রিস এবং আম্বের৷ চার বছরের বিবাহিত জীবন৷ তবে, প্রথম ডেটেই তারা দুজনেই দুজনের গভীর প্রেমে পড়ে গিয়েছিলেন৷ আর সেই দিনই তারা মিলিত হয়েছিলেন গভীর প্রেমের বন্ধনে৷ ক্রিস এবং আম্বেরের দুজনেরই এক কমন ফ্রেন্ডের একটি জন্মদিন পার্টিতে দুজনের সঙ্গে মিলিত হয়েছিলেন৷ দুজনের মানসিকতাও এই বিষয়ে একেবারেই এক৷ তারা বলেন, এই বিষয়টি নিয়ে একেবারেই অপেক্ষা তাদের না পসন্দ৷ প্রথম দেখাতেই তারা বুঝে গিয়েছিলেন এটিই তাদের সত্যিকারের ভালোবাসা৷ এরপর তারা তিনদিন ডেট করেই সারাজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন৷

৪) ট্রেভা এবং রবি৷ মাত্র একবছরের বিবাহিত জীবন৷ বিয়ের আগে একাধিকবার ডেট করেন তারা৷ একে অপরকে চিনে নেওয়ার জন্য৷ অষ্টম ডেটে কেউ আর কাউকে আটকে রাখতে পারেন নি৷ মাত্র দু’মাসের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পরেন৷