অাকাশ জাতীয় ডেস্ক:
বৈরি আবহাওয়ার কারণে দেশের সকল অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। শুক্রবার বিকাল থেকে নদীপথের সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সারা দেশে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের সব ধরণের নৌযানের ক্ষেত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল নৌ চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। সদরঘাটের সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া, কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটেও নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরিঘাটগুলোতে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















