ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বাবার সঙ্গে মেয়ের যৌনদৃশ্য শ্যুট করেছেন মা নিজেই!

অাকাশ নিউজ ডেস্ক:

“আমার নিজেকে ঘৃণা হয়”, ২০ বছর পর মেয়েকে দেখেই আত্মবিলাপে ভেঙে পড়লেন মা। মেয়ের বয়স যখন বছর তেরো, স্বামীর সঙ্গে মেয়ের সেক্স ভিডিও তুলেছিলেন মা নিজেই। এই ঘটনায় ১৯৯৬ সালে শাস্তিও পান দম্পতি। ২০ বছর পর আমেরিকার এক জনপ্রিয় টেলিভিশন শো’তে মুখোমুখি মা ও মেয়ে, মেয়ের চোখে চোখ মেলাতে পাড়লেন না মা। মেয়ে আমান্ডা বলেন, “বাবার সঙ্গে যৌন দৃশ্য নিজে হাতে, দাঁড়িয়ে থেকে শুট করেছেন মা”, মাথা তুলে কথা বলতে পারেননি মা জাস্টিন। চোখের পাতা যেন অনির্দিষ্ট কালের জন্য মৌনতায় জড়িয়েছে নিজেকে, শুধু জল পড়ছে বৃষ্টির মত। এ কেমন মা! আরও পড়ুন- HIV লুকিয়ে ১০৪ জনের সঙ্গে সেক্স, অথচ অভিযোগ করছে না কেউই

টেলিভিশন শো’তে মেয়ে আমান্ডা বলছেন, “আমার নির্মলতা আমার থেকে চুরি করা হয়েছে। আমি সেই পরিবারের মেয়ে যার মা বাবা তাঁদের সঙ্গেই যৌন হতে বাধ্য করে। আমি তখন মাত্র ১৩। সেই ঘটনার পর কেটে গিয়েছে ২০ বছর, এখনও এটা ভাবলেই দুঃস্বপ্ন ফিরে আসে, আমার মা বাবা দুজনেই জেল থেকে ছাড়া পেয়েছেন, এখন তাঁরা দুজনেই ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে দিয়েই।”

মেয়ের কথার পর অনুতপ্ত মা বলেন, “আমি এই পৃথিবীর সেই হতভাগ্য মা, যে নিজের স্বামীকে নিজের সন্তানের সঙ্গে সেক্স করতে দেখছি। আমার যদি সে ক্ষমতা থাকত, আমি সব ফিরিয়ে দিতে পারতাম, আমি তাহলে সব ফিরিয়ে দিতাম”।

উল্লেখ্য আমেরিকার আদালত জিম ও জাস্টিনের এই জঘন্য অপরাধের শাস্তি হিসেবে ২০ বছরের কারাবাসের নির্দেশ দেয়। ১৯৯৬ সাল থেকে ২০১৬, জেলে থাকার পর এখন তাঁরা দুজনেই মুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে মেয়ের যৌনদৃশ্য শ্যুট করেছেন মা নিজেই!

আপডেট সময় ১০:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

“আমার নিজেকে ঘৃণা হয়”, ২০ বছর পর মেয়েকে দেখেই আত্মবিলাপে ভেঙে পড়লেন মা। মেয়ের বয়স যখন বছর তেরো, স্বামীর সঙ্গে মেয়ের সেক্স ভিডিও তুলেছিলেন মা নিজেই। এই ঘটনায় ১৯৯৬ সালে শাস্তিও পান দম্পতি। ২০ বছর পর আমেরিকার এক জনপ্রিয় টেলিভিশন শো’তে মুখোমুখি মা ও মেয়ে, মেয়ের চোখে চোখ মেলাতে পাড়লেন না মা। মেয়ে আমান্ডা বলেন, “বাবার সঙ্গে যৌন দৃশ্য নিজে হাতে, দাঁড়িয়ে থেকে শুট করেছেন মা”, মাথা তুলে কথা বলতে পারেননি মা জাস্টিন। চোখের পাতা যেন অনির্দিষ্ট কালের জন্য মৌনতায় জড়িয়েছে নিজেকে, শুধু জল পড়ছে বৃষ্টির মত। এ কেমন মা! আরও পড়ুন- HIV লুকিয়ে ১০৪ জনের সঙ্গে সেক্স, অথচ অভিযোগ করছে না কেউই

টেলিভিশন শো’তে মেয়ে আমান্ডা বলছেন, “আমার নির্মলতা আমার থেকে চুরি করা হয়েছে। আমি সেই পরিবারের মেয়ে যার মা বাবা তাঁদের সঙ্গেই যৌন হতে বাধ্য করে। আমি তখন মাত্র ১৩। সেই ঘটনার পর কেটে গিয়েছে ২০ বছর, এখনও এটা ভাবলেই দুঃস্বপ্ন ফিরে আসে, আমার মা বাবা দুজনেই জেল থেকে ছাড়া পেয়েছেন, এখন তাঁরা দুজনেই ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে দিয়েই।”

মেয়ের কথার পর অনুতপ্ত মা বলেন, “আমি এই পৃথিবীর সেই হতভাগ্য মা, যে নিজের স্বামীকে নিজের সন্তানের সঙ্গে সেক্স করতে দেখছি। আমার যদি সে ক্ষমতা থাকত, আমি সব ফিরিয়ে দিতে পারতাম, আমি তাহলে সব ফিরিয়ে দিতাম”।

উল্লেখ্য আমেরিকার আদালত জিম ও জাস্টিনের এই জঘন্য অপরাধের শাস্তি হিসেবে ২০ বছরের কারাবাসের নির্দেশ দেয়। ১৯৯৬ সাল থেকে ২০১৬, জেলে থাকার পর এখন তাঁরা দুজনেই মুক্ত।