অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা মতপার্থক্য বিরাজ করছে এবং এগুলোর ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্রের। এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তুরস্ক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৃহস্পতিবার রাজধানী আংকারায় সংবাদ সম্মেলনে ইসহাক জাহাঙ্গিরি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদেরকে অবশ্যই শক্তিশালী অঞ্চলের ধারণা সমর্থন করতে হবে কারণ যদি আমাদের এ অঞ্চল শক্তিশালী হয় তাহলে আমেরিকা ও ইসরাইল এখানে কোনো ষড়যন্ত্র করতে পারবে না।” ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, “যদি আমরা আঞ্চলিক দেশগুলো শক্তিশালী হই তাহলে অন্য দেশ ও শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না এবং কোনো সংকটও তৈরি করতে পারবে না।
জাহাঙ্গিরি বলেন, “আমরা এমন একটি অঞ্চলে বসবাস করি যেখানে সব সময় নানা রকম সংঘাত লেগেই থাকে এবং সেগুলো হয়ে থাকে বাইরের দেশের হস্তক্ষেপের কারণে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি এ সংকট সংলাপের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।” সংবাদ সম্মেলনে তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, আস্তানা আলোচনার ভিত্তিতে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সহযোগিতামূলক চুক্তি হয়েছে তা সিরিয়া সংকট সমাধানে তা অব্যাহত থাকা উচিত।
জাহাঙ্গিরি আরো বলেন- ইরাক, ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা থাকলে বাগদাদ সরকার চলমান সংকট সহজেই কাটিয়ে উঠতে পারবে। এছাড়া সিরিয়া সংকটে আস্তানা শান্তি প্রক্রিয়া হচ্ছে ইরান ও তুরস্কের মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানকারী বিষয়।
আকাশ নিউজ ডেস্ক 
























