অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন ড্রোন হামলায় তালিবানের অন্যতম শাখা সংগঠন হলো জামাত-উল-আহরার এর জঙ্গিনেতা ওমর খালিদ খোরাসানি নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় তার মৃত্যু হয়। আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।
জানা গেছে, পাক-আফগান সীমান্তের ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি গোষ্ঠী জামাত-উল-আহরারের অন্যতম প্রধান ছিলেন এই জঙ্গি। পাক তালিবানের অন্যতম শাখা সংগঠন হলো জামাত-উল-আহরার। আফগানিস্তানে ২৫০ জন মানুষকে হত্যার প্রধান আসামি ছিলেন তিনি।
মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলারশনের আফগানিস্তান সফরের আগে জঙ্গিনেতা ওমর খালিদ খোরাসানিকে নিহত করাকে মার্কিন সেনার বিশাল সাফল্য বলে মনে করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























