ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টিপ টিপ বৃষ্টিতে’ আসিফ আকবর ও আঁখি আলমগীর

File photo

অাকাশ বিনোদন ডেস্ক:

আসিফ আকবর ও আঁখি আলমগীর দুজনেই বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আসিফ কেবলা হয় বাংলা গানের যুবরাজ। তাদের দুজনেরই গান নিয়ে দীর্ঘ দিনের পথ চলা। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বোও। এমন কী তাদের ধ্বৈত গানের জন্য দর্শকদের কাছে রয়েছে জনপ্রিয়তা। আর সেই ধারাবাহিকতায় তারা দুজনে “টিপ টিপ বৃষ্টিতে” শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন।এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “আঁখির সাথে আগেও গানে কন্ঠ দিয়েছি। এবারও কন্ঠ দিলাম। নতুন এই গানটির কথাগুলো বেশ চমৎকার।

সুরের মাঝেও রয়েচে দারুণ ভেরিয়েশন। আমার দীর্ঘ বিশ্বাস অ। ামাদের বক্ত ও শ্রোতাদের কাছে গানটি বেম ভালা লাগবে ও তারা এটি উপভোগ করবে। বিপরীতে আঁকি বলেন, আসিফ ভাইর সাথে গান গাওয়া মানেই হচ্ছে দারুণ কিছু। সম্প্রতি দুজনে যে গানটিতে কন্ঠ দিয়েছি সেটাও এর ব্যতিক্রম নয়। গানে কন্ঠ দেওয়ার সময়েই মনে হয়েছে ভাওলা কিছু হবে। আশা করছি শ্রোতারা আমাদের আরও একটি ভালো গান শুনতে পাবেন।

উল্লেখ্য, “টিপ টিপ বৃষ্টিতে” শিরোনামের গানটি শিঘ্রই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিপ টিপ বৃষ্টিতে’ আসিফ আকবর ও আঁখি আলমগীর

আপডেট সময় ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

আসিফ আকবর ও আঁখি আলমগীর দুজনেই বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আসিফ কেবলা হয় বাংলা গানের যুবরাজ। তাদের দুজনেরই গান নিয়ে দীর্ঘ দিনের পথ চলা। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বোও। এমন কী তাদের ধ্বৈত গানের জন্য দর্শকদের কাছে রয়েছে জনপ্রিয়তা। আর সেই ধারাবাহিকতায় তারা দুজনে “টিপ টিপ বৃষ্টিতে” শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন।এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “আঁখির সাথে আগেও গানে কন্ঠ দিয়েছি। এবারও কন্ঠ দিলাম। নতুন এই গানটির কথাগুলো বেশ চমৎকার।

সুরের মাঝেও রয়েচে দারুণ ভেরিয়েশন। আমার দীর্ঘ বিশ্বাস অ। ামাদের বক্ত ও শ্রোতাদের কাছে গানটি বেম ভালা লাগবে ও তারা এটি উপভোগ করবে। বিপরীতে আঁকি বলেন, আসিফ ভাইর সাথে গান গাওয়া মানেই হচ্ছে দারুণ কিছু। সম্প্রতি দুজনে যে গানটিতে কন্ঠ দিয়েছি সেটাও এর ব্যতিক্রম নয়। গানে কন্ঠ দেওয়ার সময়েই মনে হয়েছে ভাওলা কিছু হবে। আশা করছি শ্রোতারা আমাদের আরও একটি ভালো গান শুনতে পাবেন।

উল্লেখ্য, “টিপ টিপ বৃষ্টিতে” শিরোনামের গানটি শিঘ্রই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে।