ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও জোর করে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের বিস্তারিত তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ব্যাপকভিত্তিক ও সিস্টেমেটিক হামলার শিকার হয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। আরো বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড ন্যক্কারজনক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

অ্যামনেস্টি জানিয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে দেশটির কর্মকর্তারা সিস্টেমেটিক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের মতে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।

অ্যামনেস্টির মিয়ানমারবিষয়ক গবেষক লরা হাইগ বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের যেসব তথ্য-প্রমাণ তারা নথিভুক্ত করেছেন, তা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে করা দেশটির সেনবাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনীয়। কাচিন, শান ও পালংসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধেও তারা একই ধরনের অপরাধ করেছে।

অ্যামনেস্টির হিসাবমতে, সাম্প্রতিক সহিংসতায় জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়ে পালিয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ জানায়, এখনো হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য সীমান্তের অভিমুখে ছুটছে। শীর্ষক প্রতিবেদনে পাতার পর পাতা বর্ণনায় গণহত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি

আপডেট সময় ০২:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও জোর করে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের বিস্তারিত তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ব্যাপকভিত্তিক ও সিস্টেমেটিক হামলার শিকার হয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। আরো বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড ন্যক্কারজনক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

অ্যামনেস্টি জানিয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে দেশটির কর্মকর্তারা সিস্টেমেটিক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের মতে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।

অ্যামনেস্টির মিয়ানমারবিষয়ক গবেষক লরা হাইগ বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের যেসব তথ্য-প্রমাণ তারা নথিভুক্ত করেছেন, তা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে করা দেশটির সেনবাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনীয়। কাচিন, শান ও পালংসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধেও তারা একই ধরনের অপরাধ করেছে।

অ্যামনেস্টির হিসাবমতে, সাম্প্রতিক সহিংসতায় জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়ে পালিয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ জানায়, এখনো হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য সীমান্তের অভিমুখে ছুটছে। শীর্ষক প্রতিবেদনে পাতার পর পাতা বর্ণনায় গণহত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।