অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত মালামাল পরিবহনের ভারি যানবাহনগুলো মহাসড়কে যানজট সৃষ্টি করে থাকে। তারা রাস্তাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার নয়, আদালত জারি করেছে। এটা আদালতের ব্যাপার। এখানে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নেই। এছাড়া ষোড়শ সংশোধনীর রায়ও কিন্তু আদালত দিয়েছে। ষোড়শ সংশোধনীর রায় যখন সরকারের বিরুদ্ধে যায় বিএনপির তখন খুশির অন্ত নেই। আর যখন তাদের বিরুদ্ধে রায় যায় তখন রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে।
তিনি আরো বলেন, মহাসড়কগুলো রক্ষা করার জন্য আগামী মাসের এক তারিখ থেকে স্কেললোড আইনের যথাযথ প্রয়োগ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















