ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানাল শিক্ষা বোর্ড ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী

বাবার মৃত্যুর আড়াই বছর পর কীভাবে এই কন্যা সন্তান জন্ম নিল জানেন? আশ্চর্য হবেনই

অাকাশ নিউজ ডেস্ক:

রোমিও-জুলিয়েট, শাহজাহান-মুমতাজ এদের প্রেমের গল্প ইয় অনেক শুনলেন। আসুন এবার আপনাদের এক অন্য ধরণের ভালবাসার গল্প বলি। এই গল্প ওয়েনজিয়ান লিউ, তার প্রিয়তম স্ত্রী এবং তাদের ভালবাসার গল্প। তবে, আপনারা এতদিন যে গতে বাঁধা ভালবাসার গল্প শুনে এসেছেন এটি থেকে আলাদা। এই গল্প আলাদা বলেই এত রসিয়ে বলা হচ্ছে। আপনি কস্মিনকালেও শুনেছেন যে বাবা মারা যাওয়ার আড়াই বছর পর জন্ম নেয় তার ঔরসজাত সন্তান!

কি এই কথা শুনে মাথা চুলকাতে বসে গেলেন তো? ভাবছেন এ কি করে সম্ভব! হ্যাঁ মশায় এমন্টায় সম্ভব হয়েছে। আপনার ভুলে গেলে চলবে না বিজ্ঞানের যুগে বিস্ময় বলে কিছু হয়না। সব অসম্ভবকেই সম্ভব করা যায়। এই বিজ্ঞানই লিউ এর বিধবা স্ত্রী সানি লিউ এর গর্ভে বপন করেছে তার সন্তানের বীজ। বিজ্ঞানের সহায়তায় ই সানির কোল জুড়ে এসেছে তার হারিয়ে যাওয়া স্বামীর একমাত্র স্মৃতিচিহ্ন। তাদের একমাত্র সন্তান।

২০১৪ সালের ২০ ডিসেম্বর ইসমাইল ব্রিনসলে নামের এক আততায়ীর গুলিতে নিহত হন নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ওয়েনজিয়ান লিউ ও তার সহকর্মী রাফায়েল রামোস। ৩২ বছর বয়সী ওয়েনজিয়ান লিউ যখন মারা যায় তার মাত্র ক’মাস আগে বিয়ে করে সানি লিউ কে। ভালবাসায় মাখামাখি সংসার ছেড়ে লিউ পরপারে পারি জমালে দিশেহারা হয়ে পড়ে তার নববিবাহিতা স্ত্রী।

শোকার্ত সানি লিউ ডাক্তারদের কাছে এক অদ্ভুত আবদার করে বসে সে সময়। সে ডাক্তারদের অনুরোধ করে তার স্বামীর স্পার্ম ফ্রিজ করে রেখে দিতে। যাতে কৃত্রিম উপায়ে হলেও সে তাদের ভালবাসার চিহ্ন হিসেবে তাদের একটা সন্তান জন্ম দিতে পারে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই লিউ এর মৃত্যুর ঠিক ২ বছর ৭ মাস ৫ দিন পরে ইন-ভাইট্রো ফারটিলাইজেশন পদ্ধতিতে সানির গর্ভে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা, আঞ্জেলিনা।

আবেগাপ্লুত সানি লিউ বলেছে, আগে থেকেই সে জানত তার সন্তানটি মেয়ে হবে। স্বামীর মৃত্যুর পরের রাতে নাকি সে স্বপ্নে দেখেছিল, তার স্বামী তার কোলে তুলে দিচ্ছে একটি কন্যা সন্তান! সন্তানটি যে শুধু তার মার শূন্য হৃদয়ই পূর্ণ করেছে তাই নয়, একমাত্র সন্তান ওয়েনজিয়ানের মৃত্যুতে শূন্য হওয়া তার বাবা-মার শূন্য বুকেও একটুখানি শান্তির পরশ বুলিয়ে দিয়েছে। তাই তো শিশুটির জন্মের পরই নাতনীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন তারা। এই শিশুটির জন্ম যেমন ভালবাসার এক অদ্ভুত কাহিনী। অদ্ভুত আর কষ্টের হলেও এমন গল্প শুনতে কেন জানি ভালো লাগে। এমন গল্পের কোথাও যেন, ভালবাসার জয়গান গাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

বাবার মৃত্যুর আড়াই বছর পর কীভাবে এই কন্যা সন্তান জন্ম নিল জানেন? আশ্চর্য হবেনই

আপডেট সময় ১২:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

রোমিও-জুলিয়েট, শাহজাহান-মুমতাজ এদের প্রেমের গল্প ইয় অনেক শুনলেন। আসুন এবার আপনাদের এক অন্য ধরণের ভালবাসার গল্প বলি। এই গল্প ওয়েনজিয়ান লিউ, তার প্রিয়তম স্ত্রী এবং তাদের ভালবাসার গল্প। তবে, আপনারা এতদিন যে গতে বাঁধা ভালবাসার গল্প শুনে এসেছেন এটি থেকে আলাদা। এই গল্প আলাদা বলেই এত রসিয়ে বলা হচ্ছে। আপনি কস্মিনকালেও শুনেছেন যে বাবা মারা যাওয়ার আড়াই বছর পর জন্ম নেয় তার ঔরসজাত সন্তান!

কি এই কথা শুনে মাথা চুলকাতে বসে গেলেন তো? ভাবছেন এ কি করে সম্ভব! হ্যাঁ মশায় এমন্টায় সম্ভব হয়েছে। আপনার ভুলে গেলে চলবে না বিজ্ঞানের যুগে বিস্ময় বলে কিছু হয়না। সব অসম্ভবকেই সম্ভব করা যায়। এই বিজ্ঞানই লিউ এর বিধবা স্ত্রী সানি লিউ এর গর্ভে বপন করেছে তার সন্তানের বীজ। বিজ্ঞানের সহায়তায় ই সানির কোল জুড়ে এসেছে তার হারিয়ে যাওয়া স্বামীর একমাত্র স্মৃতিচিহ্ন। তাদের একমাত্র সন্তান।

২০১৪ সালের ২০ ডিসেম্বর ইসমাইল ব্রিনসলে নামের এক আততায়ীর গুলিতে নিহত হন নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ওয়েনজিয়ান লিউ ও তার সহকর্মী রাফায়েল রামোস। ৩২ বছর বয়সী ওয়েনজিয়ান লিউ যখন মারা যায় তার মাত্র ক’মাস আগে বিয়ে করে সানি লিউ কে। ভালবাসায় মাখামাখি সংসার ছেড়ে লিউ পরপারে পারি জমালে দিশেহারা হয়ে পড়ে তার নববিবাহিতা স্ত্রী।

শোকার্ত সানি লিউ ডাক্তারদের কাছে এক অদ্ভুত আবদার করে বসে সে সময়। সে ডাক্তারদের অনুরোধ করে তার স্বামীর স্পার্ম ফ্রিজ করে রেখে দিতে। যাতে কৃত্রিম উপায়ে হলেও সে তাদের ভালবাসার চিহ্ন হিসেবে তাদের একটা সন্তান জন্ম দিতে পারে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই লিউ এর মৃত্যুর ঠিক ২ বছর ৭ মাস ৫ দিন পরে ইন-ভাইট্রো ফারটিলাইজেশন পদ্ধতিতে সানির গর্ভে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা, আঞ্জেলিনা।

আবেগাপ্লুত সানি লিউ বলেছে, আগে থেকেই সে জানত তার সন্তানটি মেয়ে হবে। স্বামীর মৃত্যুর পরের রাতে নাকি সে স্বপ্নে দেখেছিল, তার স্বামী তার কোলে তুলে দিচ্ছে একটি কন্যা সন্তান! সন্তানটি যে শুধু তার মার শূন্য হৃদয়ই পূর্ণ করেছে তাই নয়, একমাত্র সন্তান ওয়েনজিয়ানের মৃত্যুতে শূন্য হওয়া তার বাবা-মার শূন্য বুকেও একটুখানি শান্তির পরশ বুলিয়ে দিয়েছে। তাই তো শিশুটির জন্মের পরই নাতনীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন তারা। এই শিশুটির জন্ম যেমন ভালবাসার এক অদ্ভুত কাহিনী। অদ্ভুত আর কষ্টের হলেও এমন গল্প শুনতে কেন জানি ভালো লাগে। এমন গল্পের কোথাও যেন, ভালবাসার জয়গান গাওয়া হয়েছে।