ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুল তথ্য ছড়িয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে : আহসান মনসুর তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনজুড়ে চালানো রাশিয়ার নতুন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর নতুন এই হামলার খবর সামনে এলো। ওই হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ১২ জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি ট্রেন লক্ষ্যবস্তু হলে ট্রেনের পাঁচ যাত্রী প্রাণ হারান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই ধারাবাহিক হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। সেইসঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, বিলোগোরোদস্কা কমিউনিটিতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।

পরে ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, নিহত দম্পতির চার বছর বয়সি সন্তান ওই হামলায় আহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হন। একই দিনে মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাঁচজন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র গানঝাম।

প্রাণঘাতী এসব হামলার ফলে প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হলেও হামলা থামেনি।

জেলেনস্কির মতে, শান্তি আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল তথ্য ছড়িয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে : আহসান মনসুর

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনজুড়ে চালানো রাশিয়ার নতুন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর নতুন এই হামলার খবর সামনে এলো। ওই হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ১২ জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি ট্রেন লক্ষ্যবস্তু হলে ট্রেনের পাঁচ যাত্রী প্রাণ হারান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই ধারাবাহিক হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। সেইসঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, বিলোগোরোদস্কা কমিউনিটিতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।

পরে ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, নিহত দম্পতির চার বছর বয়সি সন্তান ওই হামলায় আহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হন। একই দিনে মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাঁচজন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র গানঝাম।

প্রাণঘাতী এসব হামলার ফলে প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হলেও হামলা থামেনি।

জেলেনস্কির মতে, শান্তি আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।