আকাশ জাতীয় ডেস্ক :
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ফার্নিচার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে লাগা আগুন ৬টার পরে নিয়ন্ত্রণে আনা হয়।
এসময় পাঁচটি ইউনিট কাজ করেছিল বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত। ওই স্থানে একটি খাবার হোটেল ছিল। এর আগেও একই স্থান থেকে আগুন লেগে পুরো
সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, আগুন নেভাতে কাজ করছে উত্তরা ফায়ার স্টেশন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে টঙ্গী ফায়ার স্টেশনের আরো দুটি ইউনিট ছুটে এসেছে।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আগুন নেভানোর পর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগায় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কোন প্রকার অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছাড়াই উত্তরা ১১ নম্বর সেক্টর আবাসিক এলাকায় রাজউকের জমিতে অবৈধভাবে ফার্নিচার মার্কেটটি গড়ে তোলা হয়েছে। এর আগেও একই স্থানে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে মার্কেটটির একাধিক দোকানপাট ও খাবার হোটেল।
আকাশ নিউজ ডেস্ক 



















