ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

আকাশ জাতীয় ডেস্ক :

রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, শুধু রজব মাসে বিদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশ করেছেন ২০ লাখের বেশি মুসল্লি। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ নানা অঞ্চল থেকে এসেছেন।

কর্তৃপক্ষ বলছে, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের আধুনিক ও দক্ষ সেবাব্যবস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি হাজি ও মুসল্লিদের জন্য গড়ে তোলা উন্নত সুযোগ–সুবিধা ও ব্যবস্থাপনার কার্যকারিতাও তুলে ধরে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়ায় ডিজিটাল সেবা চালু করা, অনলাইন বুকিং, স্মার্ট অ্যাপ ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন ব্যবস্থার কারণে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এতে স্বল্প সময়ে বেশি মানুষ নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে সরকার। এর উদ্দেশ্য হলো দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ সহজ করা এবং যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল সিস্টেমের আরও আধুনিকায়ন, ভিড় ব্যবস্থাপনা জোরদার করা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

আপডেট সময় ১১:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, শুধু রজব মাসে বিদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশ করেছেন ২০ লাখের বেশি মুসল্লি। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ নানা অঞ্চল থেকে এসেছেন।

কর্তৃপক্ষ বলছে, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের আধুনিক ও দক্ষ সেবাব্যবস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি হাজি ও মুসল্লিদের জন্য গড়ে তোলা উন্নত সুযোগ–সুবিধা ও ব্যবস্থাপনার কার্যকারিতাও তুলে ধরে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়ায় ডিজিটাল সেবা চালু করা, অনলাইন বুকিং, স্মার্ট অ্যাপ ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন ব্যবস্থার কারণে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এতে স্বল্প সময়ে বেশি মানুষ নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে সরকার। এর উদ্দেশ্য হলো দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ সহজ করা এবং যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল সিস্টেমের আরও আধুনিকায়ন, ভিড় ব্যবস্থাপনা জোরদার করা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।