ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

দীর্ঘদিনের কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিয়ে করছেন জেফার-রাফসান

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আগামীকাল বুধবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন।

এক বছর ধরে জেফার রহমান, রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে দুজনই বরাবরের মতো নীরব ছিলেন। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন তারা। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার রহমান, রাফসান সাবাবের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

জেফার রহমান, রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা এবং সেখান থেকেই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা।

রাফসান সাবাব, জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে। মূলত রাফসান সাবাবের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে জেফার রহমান, রাফসান সাবাবকে একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। পরে এক সাক্ষাৎকারে রাফসান সাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার রহমান জানান, এসব গুঞ্জন নিয়ে তাঁর কিছু বলার নেই।

সে সময় জেফার রহমান আরও বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাঁর ভাষায়, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক, ভাবুক। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই শেয়ার করতে পছন্দ করি না।

সব জল্পনার পর অবশেষে সেই গুঞ্জনেরই বাস্তব রূপ মিলছে। কাল জেফার রহমান, রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

দীর্ঘদিনের কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিয়ে করছেন জেফার-রাফসান

আপডেট সময় ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আগামীকাল বুধবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন।

এক বছর ধরে জেফার রহমান, রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে দুজনই বরাবরের মতো নীরব ছিলেন। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন তারা। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার রহমান, রাফসান সাবাবের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

জেফার রহমান, রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা এবং সেখান থেকেই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা।

রাফসান সাবাব, জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে। মূলত রাফসান সাবাবের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে জেফার রহমান, রাফসান সাবাবকে একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। পরে এক সাক্ষাৎকারে রাফসান সাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার রহমান জানান, এসব গুঞ্জন নিয়ে তাঁর কিছু বলার নেই।

সে সময় জেফার রহমান আরও বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাঁর ভাষায়, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক, ভাবুক। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই শেয়ার করতে পছন্দ করি না।

সব জল্পনার পর অবশেষে সেই গুঞ্জনেরই বাস্তব রূপ মিলছে। কাল জেফার রহমান, রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।