ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

৫৯ বছরে নতুন ক্লাবে যোগ দিলেন কাজুয়োশি মিউরার

আকাশ স্পোর্টস ডেস্ক :

চুল প্রায় পুরোটাই পেকে গিয়েছে। দাড়িও পেকেছে অনেকটাই। কিন্তু শরীরের কাঠামো এখনও মজবুত। অবিশ্বাস্য এক লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছেন কাজুইয়োশি মিউরা।

সেই ১৯৮২ সাল থেকে পথচলা শুরু। এরপর শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে এখন বুড়ো। তবুও থেমে নেই তিনি। ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন ‘কিং কাজু’ হিসেবে পরিচিত এ জাপানিজ ফুটবলার কাজুয়োশি মিউরার। যোগ দিয়েছেন দেশটির তৃতীয় ডিভিশনের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে।

বর্তমানে বিশ্বের প্রবীণ পেশাদার ফুটবলার মিউরাই। নিজের শহরের ক্লাব ইয়োকোহামা এফসি থেকে লোনে প্রতি বছরই বিভিন্ন ক্লাবে খেলে বেড়াচ্ছেন। এই নিয়ে লোনে চতুর্থ ক্লাবে খেলবেন। এটি হবে তার ৪১তম পেশাদার মৌসুম। গত মৌসুমে চতুর্থ বিভাগের অ্যাটলেটিকো সুজুকায় খেললেও সাত ম্যাচে গোল করতে পারেননি।

কাজুয়োশি বলেন, যত বেশি খেলি, ফুটবলের প্রতি ভালোবাসা তত বেড়ে যাচ্ছে। বয়স যতই বাড়ুক এবছর আমি ৫৯ হব, তবুও আমার উৎসাহ কমে না, বরং বাড়ছে।

কাজুয়োশি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে। ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং জাপানে তিনি পেশাদার ফুটবল খেলেছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে পেশাদার ম্যাচে গোল করে ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসের রেকর্ড ভাঙেন তিনি। এছাড়া ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপান জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান কাজুয়োশি। এর আগে ৭৪ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলে গিনেস বুকে নাম লিখিয়েছেন মিশরের এজেলদিন বাহাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৯ বছরে নতুন ক্লাবে যোগ দিলেন কাজুয়োশি মিউরার

আপডেট সময় ০২:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

চুল প্রায় পুরোটাই পেকে গিয়েছে। দাড়িও পেকেছে অনেকটাই। কিন্তু শরীরের কাঠামো এখনও মজবুত। অবিশ্বাস্য এক লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছেন কাজুইয়োশি মিউরা।

সেই ১৯৮২ সাল থেকে পথচলা শুরু। এরপর শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে এখন বুড়ো। তবুও থেমে নেই তিনি। ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন ‘কিং কাজু’ হিসেবে পরিচিত এ জাপানিজ ফুটবলার কাজুয়োশি মিউরার। যোগ দিয়েছেন দেশটির তৃতীয় ডিভিশনের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে।

বর্তমানে বিশ্বের প্রবীণ পেশাদার ফুটবলার মিউরাই। নিজের শহরের ক্লাব ইয়োকোহামা এফসি থেকে লোনে প্রতি বছরই বিভিন্ন ক্লাবে খেলে বেড়াচ্ছেন। এই নিয়ে লোনে চতুর্থ ক্লাবে খেলবেন। এটি হবে তার ৪১তম পেশাদার মৌসুম। গত মৌসুমে চতুর্থ বিভাগের অ্যাটলেটিকো সুজুকায় খেললেও সাত ম্যাচে গোল করতে পারেননি।

কাজুয়োশি বলেন, যত বেশি খেলি, ফুটবলের প্রতি ভালোবাসা তত বেড়ে যাচ্ছে। বয়স যতই বাড়ুক এবছর আমি ৫৯ হব, তবুও আমার উৎসাহ কমে না, বরং বাড়ছে।

কাজুয়োশি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে। ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং জাপানে তিনি পেশাদার ফুটবল খেলেছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে পেশাদার ম্যাচে গোল করে ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসের রেকর্ড ভাঙেন তিনি। এছাড়া ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপান জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান কাজুয়োশি। এর আগে ৭৪ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলে গিনেস বুকে নাম লিখিয়েছেন মিশরের এজেলদিন বাহাদের।